খালাতো ও মামাতো ভাই- বোনের বি'য়ে করা ঠিক নয়, কারনটি সকলের জেনে রাখা দরকার

 খালাতো ও মামাতো ভাই- বোনের বি'য়ে করা ঠিক নয়, কারনটি সকলের জেনে রাখা দরকার


নিকটাত্মীয় অর্থ্যাৎ চাচাতো, মামাতো, খালাতো ও ফুফাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে বিজ্ঞানসম্মত নয়। এ বিয়ের পরিণামে যে স'ন্তান হয়, তার মধ্যে জ'ন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁ'কি বেশি। 'দ্য ল্যানসেট; সাময়িকী'তে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।


যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে এক গবেষণা চা'লিয়ে দেখা যায়, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের মাধ্যমে জ'ন্মগ্রহণকারী স'ন্তানের জিনগত অস্বাভাবিকতার হার সাধারণ শি'শুদের তুলনায় ৩০ শতাংশ বেশি। এসব অস্বাভাবিকতার মধ্যে ন'বজাতকের অতিরিক্ত আঙুল গজানোর মতো স'মস্যা থেকে শুরু করে হূৎপিণ্ডে ছিদ্র বা মস্তিষ্কের গঠন-প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। ভাই-বোনদের বিয়ে অবশ্য সার্বিক বিবেচনায় এ ধরনের অস্বাভাবিকতার হার খুবই কম।


গবেষণায় নেতৃত্ব দেন লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এয়ামন


শেরিডান। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে জ'ন্মগ্রহণকারী


সাড়ে ১৩ হাজার শি'শুকে ওই গবে'ষণার আওতায় আনা হয়।


ব্র্যাডফোর্ড শহরে দক্ষিণ এশীয় অ'ভিবাসীদের বড় একটি অংশ


বসবাস করে।

Post a Comment

Previous Post Next Post