প্রতিদিন এবং প্রতিনিয়ত গোটা বিশ্বে কিছু না কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেই চলেছে। তবে চলমান পৃথিবীবাসী ‘ডিজিটাল কন্ডোম’-এর নাম শুনে এক মুহূর্তের জন্য হলেও থমকে শ্বাস নেবে কি? আজ্ঞে হ্যাঁ ডিজিটাল কন্ডোম। সে আবার কি জিনিস? এমন কিছুর কথা আগে কখনও শোনেননি!
তবে জেনে রাখুন, জার্মান যৌন স্বাস্থ্য ব্র্যান্ড বিলি বয় (Billy Boy) একটি যুগান্তকারী অ্যাপ চালু করেছে, যার নাম ডিজিটাল কন্ডোম। এটি অন্তরঙ্গ মুহূর্তে রতিক্রিয়ায় ভিডিও ও অডিও রেকর্ডিং প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। কন্ডোম যেখানে অবাঞ্ছিত যৌন রোগ ও গর্ভধারণের থেকে রক্ষা করে এই অ্যাপও সাধারণ মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলি ক্যামেরাবন্দি ও মাইকবন্দি হওয়ার হওয়ার হাত থেকে রক্ষা করবে, সেই কারণেই এই অ্যাপের নাম দেয়া হয়েছে ডিজিটাল কন্ডোম।
অনেক সময়েই দেখা গিয়েছে কপোত-কপোতিরা মিলিত হওয়ার সময় ভিডিও বানান। কিন্তু পরে উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হলে একজন অপরজনকে সেই পুরনো ফুটেজের দোহাই দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। এই ঘটনা যাতে কিছুটা হলেও কম করা যায় সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই অ্যাপ। ইতিমধ্যেই অ্যাপটি ৩০ টিরও বেশি দেশে ট্র্যাকশন অর্জন করেছে এবং শীঘ্রই iOS স্মার্টফোন ব্যবহারকারীরাও এটি নিজেদের ফোনে ইন্সটল করতে পারবে।
এবার প্রশ্ন হল কিভাবে কাজ করে এই অ্যাপ? মিলনের সময় যদি কেউ এই অ্যাপটি অ্যাক্টিভেট করে কামক্রিয়ায় লিপ্ত হন এবং সেই সময় যদি কোনও গোপন ক্যামেরা ও রেকর্ড সিস্টেমের মাধ্যমে ওই মুহূর্তগুলি রেকর্ড হতে শুরু করে তাহলে তৎক্ষণাৎ সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করে নেবে এই অ্যাপ এবং বেজে উঠবে একটি সাবধানী অ্যার্লাম। এর মাধ্যমে ওই ব্যক্তি বুঝে যাবে তাঁর গোপন মুহূর্তের অডিও বা ভিডিও কেউ রেকর্ড করার চেষ্টা করছে। উক্ত জার্মান কোম্পানির দাবি, এই যুগান্তকারী অ্যাপের মাধ্যমে বহু মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। মানুষ খুব সহজে গোপন ক্যামেরার ভয় ছাড়াই শরীরী খেলায় মেতে উঠতে পারবেন।
ইনোসিয়ান বার্লিনের সাথে অংশীদারিত্বে অ্যাপটির নির্মাণ করা হয়েছে। ইনোসিয়ান বার্লিনের সিসিও গ্যাব্রিয়েল বলেন, ‘ইনোসিয়ান বার্লিনে আমরা শুধু আমাদের ক্লায়েন্টদের জন্যই নয়, বৃহত্তর সমাজের জন্যও সমস্যার সমাধান করি। এই কারণেই বিলি বয়ের সাথে একত্রে এই অ্যাপটির ডেভেলপমেন্ট করা, যাতে ব্যবহারকারীদের অ-সম্মতিমূলক বিষয়বস্তু ফাঁস থেকে রক্ষা করা যায়। সমস্ত প্রযুক্তিকে একত্রিত করেই এটি নির্মিত যা এর আগে কখনও করা হয়নি।’
সোর্সঃ https://dailyinqilab.com/international/news/698229
Post a Comment