এবার পদত্যাগ করা সমন্বয়করা দিলেন নতুন প্লাটফর্মের ঘোষণা

 এবার পদত্যাগ করা সমন্বয়করা দিলেন নতুন প্লাটফর্মের ঘোষণা




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা থেকে পদত্যাগ করা সমন্বয়করা নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন।


'সম্মিলিত গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন' নামে নতুন সংগঠন ঘোষণা করেছেন তারা। সোমবার বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। এসময় চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশীদ জিতুকে আহ্বায়ক এবং ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাবেক সমন্বয়ক ফাহমিদা ফাইজাকে সদস্যসচিব করা হয়েছে।


এছাড়া ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ারকে নতুন সংগঠনের মুখপাত্র এবং ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাবেক সমন্বয়ক রুদ্র মুহাম্মদ সফিউল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post