এ ঘটনা ভারতের জয়পুরের! সেখানের একটি স্কুলের ভিডিও ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে।
সেই সাথে, সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ- শিক্ষিকা স্কুলের শ্রেণিকক্ষে উল্টো হয়ে শুয়ে আরাম করছেন। বলা যায়, শ্রেণিকক্ষে মেঝে বিছানায় পরিণত করে। এরপর-ই তিনি ছাত্রদের আদেশ দেন, তার পা মালিশ করে দেয়ার জন্য।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা যায়, একজন নারী ক্লাসরুমের একটি টেবিলে বসে আছেন। ক্যামেরা ঘুরলে দেখা মিলবে, একজন শিক্ষিকাকে মুখ নিচু করে শুয়ে থাকতে।
অন্যদিকে, একজন ছাত্র শিক্ষকের পিছনে দাঁড়িয়ে আছে। শিক্ষিকার পা ম্যাসেজ করছে। এদিকে, অন্য একজন ছাত্র ম্যাসেজিং ছাত্রটিকে ধরে রেখেছে যাতে সে পড়ে না যায়।
আর এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অচিরেই, সেই শিক্ষিকা-কে চাকরি থেকে পদচ্যুত করার জন্য দাবি জানাচ্ছে জয়পুরের জনগণ।
Post a Comment