বাবার চেয়ে ১৯ বছরের বড় ছেলে!
জুমবাংলা ডেস্ক: বাবার চেয়ে ১৯ বছরের বড় ছেলে! অন্তত জাতীয় পরিচয়পত্র অনুসারে তাই। কিন্তু এই পরিচয়পত্র দিয়ে কোনো কাজই করতে পারছেন না ছেলে।
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়সের এই ভুল পাওয়া গেছে।
এনআইডি অনুসারে, বাবা মো. জালাল মিয়ার জন্ম তারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি।
সেই হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ছেলের বয়স ১৯ বছর বেশি।
শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে এনামুল হকের বাবা ও মায়ের নামও ভুল লেখা হয়েছে। বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা থাকলেও এনআইডিতে লেখা হয়েছে মো. জালাল উদ্দীন এবং মোছা. রাজিয়া।
এনামুল হক সাংবাদিকদের বলেন, তিনি লেখাপড়া জানেন না। তার বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য এনআইডি দিয়ে কোথাও কোনো কাজ করতে পারছেন না। নানা সমস্যায় পড়তে হচ্ছে।
Post a Comment