বৃষ্টি থেকে বাঁচাতে নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরলেন পুলিশ সদস্য
সম্প্রতি একটি হৃদয়স্পর্শী ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। যেখানে একজন পুলিশ সদস্য বৃষ্টি থেকে রক্ষা করতে নামাজরত এক মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়েছিলেন। ওই মুসল্লি বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করছিলেন। তখন একজন পুলিশ সদস্য এগিয়ে এসে তার মাথায় ছাতা ধরে রাখেন।
জানা গেছে, সম্প্রতি মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় অন্য মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে বসেছিলেন শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। এর মধ্যে বৃষ্টি শুরু হলে ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
Post a Comment