৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, ইউএনও আসায় দৌড় দিলেন কাজী, বরের পাশে বসে পড়লেন কনের ভাবী!

 ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, ইউএনও আসায় দৌড় দিলেন কাজী, বরের পাশে বসে পড়লেন কনের ভাবী!



মাথায় টুপি আর গায়ে শীতের জামা পরে বিয়ের আসরে উপস্থিত পাত্র রুবেল হোসেন (২২)। বিয়ে পড়াতে কাজী রেহান রেজাও উপস্থিত। ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়ের বিয়ের সকল আয়োজন শেষ। হঠাৎ করেই হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।


ভোঁ-দৌড় দেয়া কাজীকে ধরে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর পাত্র রুবেল হোসেনকে গুণতে হয় দুই হাজার টাকা জরিমানা। গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় এ ঘটনা ঘটে।


দণ্ডপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) মো. রেহান রেজা (৪৭) চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে। তিনি খানপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজি হিসেবে কাজ করছিলেন। পাত্র রুবেল ইসলাম (২২) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলী ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।


Post a Comment

Previous Post Next Post